অকালে চুল পাকা রোধ করবেন যেভাবে
ত্রিশ হতে না হতেই পাক ধরতে শুরু করেছে চুলে? পরিবেশ দূষণ, দুশ্চিন্তা, জীবনযাপন পদ্ধতিসহ বিভিন্ন কারণে আজকাল চুল পাকতে শুরু করে আগেভাগেই। খানিকটা বাড়তি যত্ন অকালে চুল পাকা রোধ করতে পারে।
পেঁয়াজের রস
চুল পড়ে যাওয়ার সমস্যা থেকে মুক্তি দেয় পেঁয়াজের রস। পাশাপাশি অকালে চুল পাকা রোধ করতেও এটি কার্যকর। ৩ টেবিল চামচ পেঁয়াজের রসের সঙ্গে ২ টেবিল চামচ লেবুর রস মিশিয়ে চুলে লাগান। আধা ঘণ্টা পর শ্যাম্পু দিয়ে ধুয়ে নিন। নিয়মিত এটি ব্যবহার করলে চুলের রং গাঢ় হবে।
কারি পাতা
প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া যায় কারি পাতা থেকে। এটি চুল অকালে পাকা রোধ করে। ১ টেবিল চামচ নারকেল তেলের সঙ্গে কারি পাতা মিশিয়ে ফুটিয়ে নিন। মিশ্রণটি ছেঁকে তেল আলাদা করুন। চুলের আগা থেকে গোড়া পর্যন্ত ঘষে ঘষে লাগান তেল। আধা ঘনাত পর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে এক অথবা দুইবার ব্যবহার করুন এই তেল।
নারকেল তেল ও লেবু
৩ টেবিল চামচ লেবুর রস ও নারকেল তেল একসঙ্গে মিশিয়ে চুলে লাগান। ১ ঘণ্টা অপেক্ষা করে ভেষজ শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে একবার এটি ব্যবহার করলে চুল পাকবে না সহজে।.
প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া যায় কারি পাতা থেকে। এটি চুল অকালে পাকা রোধ করে। ১ টেবিল চামচ নারকেল তেলের সঙ্গে কারি পাতা মিশিয়ে ফুটিয়ে নিন। মিশ্রণটি ছেঁকে তেল আলাদা করুন। চুলের আগা থেকে গোড়া পর্যন্ত ঘষে ঘষে লাগান তেল। আধা ঘনাত পর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে এক অথবা দুইবার ব্যবহার করুন এই তেল।
নারকেল তেল ও লেবু
৩ টেবিল চামচ লেবুর রস ও নারকেল তেল একসঙ্গে মিশিয়ে চুলে লাগান। ১ ঘণ্টা অপেক্ষা করে ভেষজ শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে একবার এটি ব্যবহার করলে চুল পাকবে না সহজে।.
মেহেদির তেল
সরিষার তেলে মেহেদি পাতা দিয়ে ফুটিয়ে নিন। খানিকটা ঠাণ্ডা হলে তেল ম্যাসাজ করুন চুলে। চুল হবে কালো ও ঝলমলে। সপ্তাহে একবার এটি ব্যবহার করতে পারেন।
আমলকী
আমলকী ছেঁচে লেবুর রস মিশিয়ে চুলে ঘষুন। সারারাত রেখে পরদিন শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। আমলকীর রসের সঙ্গে আমন্ড ওয়েল ও লেবুর রস মিশিয়ে ব্যবহার করলেও উপকার পাবেন।তথ্য: বোল্ডস্কাই
Comments
Post a Comment