জন্মদিনটা যেভাবে কাটালেন সাকিব
জন্মদিনে কিশোরগঞ্জ যাচ্ছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। সঙ্গে যাচ্ছেন ‘কাটার মাস্টার’ মোস্তাফিজুর রহমানও। আর তাই একদিন আগেই গতকাল ভক্তদের সঙ্গে নিজের জন্মদিন উদযাপন করলেন সাকিব।
প্রয়াত প্রেসিডেন্ট জিল্লুর রহমানের নামে কিশোরগঞ্জে একটি প্রথম বিভাগ ক্রিকেট লিগ শুরু হতে যাচ্ছে। শনিবার সাকিব-মোস্তাফিজকে কিশোরগঞ্জে লিগ খেলতে নিয়ে যাচ্ছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
২৪ মার্চ শনিবার শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্টেডিয়ামে মরহুম জিল্লুর রহমান প্রথম বিভাগ ক্রিকেট লীগের উদ্বোধন হবে। এই উদ্ভোধন উপলক্ষেই আজ কিশোরগঞ্জ যাচ্ছেন পাপন। মরহুম জিল্লুর রহমান প্রথম বিভাগ ক্রিকেট টুর্নামেন্টে কিশোরগঞ্জের প্রথম বিভাগের মোট ১৬টি দল অংশগ্রহণ করবে। এই টুর্নামেন্টটি পরিচালনার জন্য ইতোমধ্যে ১৩ সদস্যবিশিষ্ট একটি ক্রিকেট কমিটি গঠন করা হয়েছে বলে জানা গেছে।
Comments
Post a Comment