গ্রাফিক ডিজাইনে ABCD
শুরুতেই আপনাকে অভিনন্দন জানাচ্ছি এই কারণে যে গ্রাফিক ডিজাইনে অনেকেই আসে শুধু টাকা দেখে। কাজটার প্রতি ভালোবাসা থেকে না। কিন্তু আপনি এই অসম্ভব মজার সৃষ্টিশীল জগতে আসতে চাচ্ছেন এটার প্রতি ভালোবাসা থেকে। যদি লেগে থাকেন, সফলতা আপনার আসবেই।
ভালো ইন্টারনেট কানেকশন নিয়ে অনলাইনে টিউটোরিয়াল দেখুন। প্রথমে ছোট ছোট জিনিস দিয়ে শুরু করুন, যেমন একটা পেন্সিল বানান ফটোশপে বা ইলাস্ট্রেটরে। তারপর চেষ্টা করুন তারচেয়ে জটিল কিছু বানাতে, যেমন একটা ল্যাপটপ বা একটা স্পীকার। নির্দিষ্ট জিনিস বানাতে সেটার উপর টিউটোরিয়াল খুজুন। যেমন একটা স্মার্টফোন বানাবেন, গুগল করুন এভাবেঃ How to Create a Business Card in Photoshop অথবা How to Create a Business Card in Illustrator. অনেক টিউটোরিয়াল আসবে, যেটা সহজ মনে হবে এবং বিস্তারিত দেয়া আছে সেটা দেখে দেখে চেষ্টা করুন। এভাবে ডিজাইন এপ্লিকেশনের টুলসগুলোর কাজ শিখবেন। গ্রাফিক ডিজাইনারদের Adobe Photoshop আর Adobe Illustrator দুটো জানাই জরুরী।
আরেকটি কথা মনে রাখবেন, আপনার সবচেয়ে বড় বন্ধু গুগল! যে কোনো সময় যে কোনো বিষয়ে কিছু জানার থাকলে আগে গুগলে যাবেন। সেখানের সার্চ রেজাল্ট থেকে যদি মনের মতো উত্তর না পান (এরকম হওয়ার সম্ভাবনা একেবারেই কম) তাহলে এই ফেইসবুক গ্রুপে অভিজ্ঞ ডিজাইনারদের সাহায্য চাইবেন। যখন আপনি জানেন যে কোন টুলের কাজ কি, তখন ভালো ডিজাইনারদের ডিজাইন কপি করা শুরু করুন। Behance এ একাউন্ট খুলুন। প্রতিদিন প্রচুর ডিজাইন দেখুন, তার মধ্যে থেকে প্রতিদিন দুই-একটা ডিজাইন বাছাই করে সেগুলো কপি করুন। টুলসগুলোর ব্যবহার যদি জানেন, তাহলে কপি করতে করতে আপনার ডিজাইনের কোয়ালিটি বৃদ্ধি পাবে। টাইপোগ্রাফী ও কালার সিলেকশনে উন্নতি হবে।
এবার পরের ধাপ। যখন আপনি যে কোনো ডিজাইন হুবহু কপি করতে পারবেন, তখন শুরু করুন ভালো ডিজাইনারদের ডিজাইন কাস্টমাইজ করা। অর্থাৎ ড্রিবল বা বিহ্যান্স থেকে ভালো একটা ডিজাইন ডাউনলোড করে ভালো করে পর্যবেক্ষণ করবেন, তারপর সেটার মূল ডিজাইন এর সাথে ম্যাচ করে ২-৩ টা আইটেম নিজের মতো করে ডিজাইন করবেন বা চেইঞ্জ করবেন। চেষ্টা করবেন সেই ডিজাইনকে আরও ভালো করা যায় কি না।
এবার নিজে কিছু ডিজাইন করার পালা। একটা বিষয় নির্বাচন করুন যে আজ কি ডিজাইন করবেন। যেমন ধরুন-একটা বিজনেস কার্ড ডিজাইন করবেন। এবার সেটার উপর আগে কিছু ডিজাইন দেখুন। ধারণা নিন যে বিজনেস কার্ড সাধারণত কেমন হয় আর কি কি আইটেম থেকে। তারপর একটা আইডিয়া দাড় করান। এবার খাতা-পেন্সিলে আগে নিজের আইডিয়াটা আঁকুন। এবার হাতে আঁকা ডিজাইনটা দেখে ফটোশপ বা ইলাস্ট্রেটর এ ডিজাইন করা শুরু করুন। ডিজাইন করার সময় নিজের ক্রিয়েটিভিটি ঢেলে দিন! মনের মাধুরী মিশিয়ে ডিজাইন করতে থাকুন  📷
📷 আপনার টার্গেট হলো হাতে আঁকা ডিজাইনটাকে আরও ইম্প্রুভ করা। দরকার হলে দুয়েক জায়গায় চেইঞ্জও আনবেন।
 আপনার টার্গেট হলো হাতে আঁকা ডিজাইনটাকে আরও ইম্প্রুভ করা। দরকার হলে দুয়েক জায়গায় চেইঞ্জও আনবেন।
 📷
📷 আপনার টার্গেট হলো হাতে আঁকা ডিজাইনটাকে আরও ইম্প্রুভ করা। দরকার হলে দুয়েক জায়গায় চেইঞ্জও আনবেন।
 আপনার টার্গেট হলো হাতে আঁকা ডিজাইনটাকে আরও ইম্প্রুভ করা। দরকার হলে দুয়েক জায়গায় চেইঞ্জও আনবেন।
এরপর আমাদের ফেইসবুক গ্রুপে আপ্লোড দিয়ে দিন সমালোচনা গ্রহণ করার জন্য। অনেকেই সাজেশন দিবে, সেগুলো ফলো করে ডিজাইনটাকে আরও ভালো করুন। গ্রাফিক ডিজাইনের অনেকগুলো শাখা আছে, সবগুলোতে বিচরণ করার আগে আপনি আসলে বুঝবেন না আপনার পছন্দের শাখা কোনটি। তাই সবগুলোই আগে ট্রাই করে দেখুন আসলে আপনার কি ডিজাইন করতে ভালো লাগে। প্রিন্ট, UI/UX , ইলাস্ট্রেশন, লোগো, আইকন, ফটো মেনিপুলেশন ইত্যাদিসহ সবগুলোই ট্রাই করে দেখুন। তারপর সেখান থেকে একটা নির্বাচন করে সেটার উপর স্পেশালিস্ট হয়ে উঠুন।
Love your work, Work must love you...
 
Comments
Post a Comment